Wednesday, July 1, 2015

SAMPLE APPLICATION FOR ASKING LOAN

বরাবরে,
ম্যানাজার সাহেব
সোণালী ব্যাংক
---------- শাখা
---------।


বিষয় : ঋণ পাওয়ার আবেদন।


জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি -------------------, --------- কম্পিউটার বিভাগের প্রভাষক হই। আমি দীর্ঘদিন যাবত কম্পিউটার প্রিন্টিং ও বল পয়েন্ট পেন
রিফিল সিস্টেম ব্যাবসা পরিচালনা কওে আসছি। বর্তমানে আমার উক্ত ব্যাবসার পরিধি
সম্প্রসারনের জন্য আরো ৫ লক্ষ টাকা মুলধনের প্রয়োজন।

এমতাবস্থায় আমার ঋণের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন।


নিবেদক




.....................

No comments:

Post a Comment